স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজের গ্যালারিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, শেবাচিমের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।
মতবিনিময় শেষে অতিথিরা মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শন করেন। এ সময় বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, ‘আমরা সবাই মিলে বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবা নিশ্চিত করব।’