ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ৪৩তম সরুগ্রাম ইজতেমা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার শুরু হয়। উদ্বোধনী আমবয়ান দেন বগুড়া মার্কাজের মুরুব্বি আলহাজ আব্দুস সামাদ।
ইজতেমায় নবী-রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত-বন্দেগিসহ ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, জোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামরা কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন।
আয়োজক কমিটির সদস্য হুমায়ূন কবির বলেন, অন্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, ভারত ও নেপালের মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন।