হোম > ছাপা সংস্করণ

১৪ প্রকল্পে সাজবে পরিষদ

আবুল কাসেম, সাতক্ষীরা

সদীর্ঘ দিনের জরাজীর্ণ অবস্থার অবসান হয়ে নতুন রূপে নান্দনিক সাঁজ মেলে ধরার অপেক্ষায় সাতক্ষীরা জেলা পরিষদ। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতায় আগামী ডিসেম্বরের মধ্যে নতুন রূপে দেখা যাবে জেলা পরিষদ।

জেলা পরিষদের কম্পাউন্ডকে নান্দনিক সাঁজে সাজাতে নেওয়া হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ২৩৬ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজ ইতিমধ্যে শতভাগ শেষ হয়েছে। বাকি ৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে যা ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে জানা গেছে। প্রকল্পের সব কাজ শেষ হলে নান্দনিক সৌন্দর্যে দেখা যাবে সাতক্ষীরা জেলা পরিষদ কম্পাউন্ড।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা পরিষদের কম্পাউন্ডের সৌন্দর্য বৃদ্ধির জন্য ২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ২৩৬ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো হল ৩২ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের ভবন সংস্কার, ১৩ লাখ ১৭ হাজার ৮৪৮ টাকা ব্যয়ে জেলা পরিষদের প্রধান ফটক নির্মাণ, ৩ লাখ ৯ হাজার ৯৩৯ টাকা ব্যয়ে জেলা পরিষদের গেট-২ নির্মাণ, ৬৩ লাখ ৬৭ হাজার ৫৬ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের অ্যাপ্রোচ রাস্তা পুনঃনির্মাণ, ৩১ লাখ ৪৯ হাজার ৮৭৯ টাকা ব্যয়ে জেলা পরিষদের ইন্টারনাল রাস্তা নির্মাণ (ওয়াকিং ওয়ে), ৭ লাখ ২৮ হাজার ২১৩ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের মধ্যে অবস্থিত পুকুরের চার পাশের রাস্তা নির্মাণ, ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের মধ্যে অবস্থিত পুকুরের গাইড ওয়াল নির্মাণ, ১৩ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের মধ্যে অবস্থিত পুকুরের সাইড রেলিং নির্মাণ, ২৪ লাখ ৩৬ হাজার ১৫৪ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের সীমানা প্রাচীর পুনঃনির্মাণ, ৩০ লাখ ৬৭ হাজার ৮৬৬ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডে মসজিদ নির্মাণ, ২২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডের দক্ষিণ পাশের জায়গায় শিশু পার্ক নির্মাণ, ১০ লাখ ৭ হাজার ৩৬৬ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডের নালা নির্মাণ, ২ লাখ ২৯ হাজার ৪৩৭ টাকা ব্যয়ে জেলা পরিষদের কম্পাউন্ডে গাড়ি পার্কিং ইয়ার্ড নির্মাণ এবং ৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের মালিকানাধীন সাব রেস্ট হাউস-১ ও ২ এর সীমানা প্রাচীর নির্মাণ।

জেলা পরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল জানান, জেলা পরিষদের কর্মকাণ্ড পুরো জেলাব্যাপী। ২২ লাখ জনগণ জেলা পরিষদে আসে বিভিন্ন সেবা নিতে। বিশেষ করে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকদের সেবা দিতে পরিষদের সদস্যরাসহ চেয়ারম্যানের প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। কাজগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় করার জন্য জেলা পরিষদ দৃঢ়প্রতিজ্ঞ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, জেলা পরিষদ জেলার ২২ লাখ মানুষের সেবা দিয়ে থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় মানুষ সেবার জন্য এখানে আসে। এখানে আগত সেই সমস্ত অসহায় মানুষকে সেবা দেওয়ার জন্য বর্তমান পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, একটি সুন্দর মনোরম পরিবেশে মানুষ এসে যাতে সেবা নিতে পারে সে জন্য জেলা পরিষদের পরিবেশ আরও মনোরম করতে ১৪টি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। সব কাজ শেষ হলে সাতক্ষীরা জেলা পরিষদ কম্পাউন্ডের মনোরম পরিবেশ দেখা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ