হোম > ছাপা সংস্করণ

সিজিপিএ বাতিল দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি

ক্যারি অন বহাল রেখে সিজিপিএ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেন মেডিকেল কলেজের এমবিবিএস ৫৯ ও বিএডিসি ১১ ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সিজিপিএ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অন্যদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে তাদের তেমন কিছু করার নেই।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আফতাব উদ্দিন আহমেদ বলেন, ‘নতুন কারিকুলামে শিক্ষার্থীরা একটু বিপাকেই পড়বে। তবে মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটির বিরোধিতা আমি করতে পারি না। আমার কাজ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ায় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সিদ্ধান্তের পরিবর্তন এলে আমরা তা বাস্তবায়নে তা চেষ্টা করব।’

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী মেহেরাব হোসেন মিয়াদ বলেন, ‘২০২১-২২ সেশনে হঠাৎ করে বিএমডি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করা হয়। সিজিপিএ চালু থাকলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন ভাগে ভাগ হয়ে একটা বৈষম্য সৃষ্টি হবে এবং একটি অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে। এতে বাস্তবিক জ্ঞান কখনোই অর্জন সম্ভব না। মেডিকেলের বাস্তব শিক্ষা থেকে শিক্ষার্থীরা দূরে সরে যাবে, তাই সিজিপিএ বাতিল করতে হবে।’

শিক্ষার্থী আরাফাত ইসলাম টুটুল বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীরা সাধারণত একটু বেশি চাপে থাকে, এখন যদি সিজিপিএ চালু করা হয়, তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হবে। সবাই রেজাল্ট ভালো করার জন্য অসুস্থ প্রতিযোগিতায় নামবে। এতে শিক্ষার্থী হয়রানির পাশাপাশি অভিভাবকরাও চাপে থাকবে।’  

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১-২২ সেশনে নতুন কারিকুলামে আগের ক্যারি অন পদ্ধতি বাতিল করে সিজিপিএ পদ্ধতি চালু করে প্রজ্ঞাপন জারি করে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ