হোম > ছাপা সংস্করণ

চারদিকে পানি মৃতদেহ সৎকার নৌকায়

অভয়নগর প্রতিনিধি

জলাবদ্ধতার মধ্যে চলছে ভবদহ অঞ্চলের মানুষের বাঁচা-মরার সংগ্রাম। চারদিকে পানি। এর মধ্যে কারওর মৃত্যু হলে দাফন ও সৎকারে সৃষ্টি হচ্ছে চরম সমস্যা।

এমনই এক সমস্যা ও করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যশোরের অভয়নগরের সীমান্তে ভবদহ অঞ্চলের হাটগাছা গ্রামে। পানির মধ্যে নৌকায় মৃতদেহ রেখে সৎকার করতে হয়েছে স্বজনদের।

বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতার কারণে গত শুক্রবার ভোরে মারা যান হাটগাছা গ্রামের কালীপদ মণ্ডল (৯২)। বসতঘরসহ চারপাশে পানি থাকায় মৃতদেহে রাখাতে হয়েছে নৌকায়। আর সেই নৌকায় রেখে করতে হয়েছে সৎকার। ওই দিন বিকেলে তাঁর মৃতদেহ সৎকার করা হয়।

কালীপদ মণ্ডল হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মনোজ কান্তি মণ্ডলের বাবা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বসতঘরের বারান্দায় পানি। বাড়ির চারপাশে পানি থই থই করছে। একটি নৌকার মৃতদেহ রাখা হয়েছে। পানির মধ্যে দাঁড়িয়ে পরিবার ও গ্রামবাসী মৃতদেহে পুষ্প অর্পণ করছে। পানির মধ্যে দাঁড়িয়ে সৎকারের সিংহভাগ কাজ চলছে।

মৃত কালীপদ মণ্ডলের ছেলে মনোজ কান্তি মণ্ডল বলেন, ‘এভাবে বেঁচে থাকার থেকে মৃত্যু ভালো। এ জলাবদ্ধতার থেকে পরিত্রাণ হবে কবে? আমার বাবার মৃতদেহ সৎকার করতে হচ্ছে নৌকায়। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসের বাণী দিয়ে চলে যান, কিন্তু পরিত্রাণ হয় না।’

বর্তমানে গ্রামের অধিকাংশ মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে অভয়নগর-মনিরামপুর সড়কে অস্থায়ী ঘর বানিয়ে গবাদি পশু নিয়ে এক সঙ্গে বসবাস করছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ