ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এতিমখানায় এ সভা হয়। এতে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। ১০ জন রোগীর সুস্থ হওয়া পর্যন্ত সকল প্রকার সহযোগিতা করার দায়িত্ব নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মাহতাব হোসাইন মাজেদ। এ ছাড়া সবুজ আন্দোলন ফেনীর যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক প্রকাশক ফেনী প্রেসক্লাবের সভাপতি এনএন জীবন। বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সানরাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঁইয়া।
এ সময় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা মাহতাব হোসাইন মাজেদ বলেন, চলতি বছরের ১০ সেপ্টেম্বর সংস্থাটি পথচলা শুরু করে। ইতিমধ্যে ঢাকার মতিঝিল, মালিবাগ, বনশ্রী, চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকা, ফেনীর লালপোল সোলতানীয়া মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। এবং শতাধিক রোগীর আরোগ্য না হওয়া পর্যন্ত চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।