চুয়াডাঙ্গার জীবননগরে মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু প্রমুখ।