হোম > ছাপা সংস্করণ

ঝিকরগাছায় ২০ বছর পর পৌরসভা নির্বাচন

সীমানাসংক্রান্ত জটিলতার মামলার অজুহাত অবসানে যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সর্বত্র নির্বাচনী উৎসব-আমেজ বইতে শুরু হয়েছে। তফসিল ঘোষণায় পৌর এলাকাজুড়ে নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিল ও মেয়র প্রার্থীদের প্রচারের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দলের উপজেলা সহসভাপতি ও বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালকে। গত শনিবার রাতে তাঁকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত সাবেক সমাজকল্যাণ সম্পাদক একেএম আমানুল কাদির টুল্লু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের মধ্যে অন্য কোনো প্রার্থীর নাম এখনো জোরেশোরে শোনা যায়নি।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান দিয়েছেন উপজেলা বিএনপি নেতা আশফাকুজ্জামান খান রনি, ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপি নেতা হ‌ুমায়ূন কবির, রুহুল আমিন সুজন প্রমুখ। বিএনপি নির্বাচন বর্জন করায় প্রতীক না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁরা ভোটে থাকছেন সেটা অনেকটা নিশ্চিত আভাস পাওয়া গেছে।

২০ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অধিকসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার আভাস পাওয়া গেছে। ইতিমধ্যে এসব প্রার্থীরা ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তাঁদের প্রার্থিতার জানান দিয়েছেন। রীতিমতো দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনাও করে বেড়াচ্ছেন।

পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৩০ জন কাউন্সিল ও তিনটি ওয়ার্ডে ২০ জন সম্ভাব্য নারী কাউন্সিল প্রার্থী মাঠে নেমেছেন। প্রতীক বরাদ্দের আগেই তাঁরা গণসংযোগ ও সামাজিক বৈঠক করে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে।

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘গণসংযোগ করছি, ভালো সাড়াও পাচ্ছি। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইকরামুল হক খোকন বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ঘোষণায় ভোটারদের মধ্যেও এ বিষয় ব্যাপক আগ্রহ পাওয়া যাচ্ছে।’

উল্লেখ্য, ২০০১ সালের এপ্রিল মাসে ঝিকরগাছা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আর কোনো নির্বাচন হয়নি।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ১৬ জানুয়ারি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ