হোম > ছাপা সংস্করণ

শিক্ষক নেতারা চৌমুহনীতে

শাহীন রহমান, পাবনা

চৌমুহনীসহ নোয়াখালীর বিভিন্ন স্থানে মন্দির, পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, লুটপাট, সহিংসতা ও হতাহতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নেতারা। এর আগে তাঁরা চৌমুহনীর ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে তাঁরা প্রশাসনের লোকজনকে অনুরোধ করেন। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সুষ্ঠু বিচার পেতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা।

গতকাল সোমবার বিকেলে ঢাবির শিক্ষক সমিতির নেতারা মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। পরে তাঁরা স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করেন। চৌমুহনী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রহমত উল্যাহ, সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, টেলিভিশন, প্রিন্ট ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী, রোবায়েত ফেরদৌস প্রমুখ।

এদিকে গত শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে হামলা-ভাঙচুরের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও তিনটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, মন্দিরে হামলার ঘটনায় গত রোববার ইসকনের পক্ষ থেকে একটি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পুলিশের কাজে বাধাদান এবং হামলার ঘটনায় আরও তিনটি মামলা প্রক্রিয়াধীন। এসব মামলায় এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ