ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি। এ সময় সুস্থ হয়েছেন আরও তিনজন। গতকাল সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ফোকাল পারসন মহিউদ্দিন বলেন, মৃত ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জের আব্দুর রশিদ (৬৫) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ীর হাসনা বেগম (৬০)। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৩৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আরও চারজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, এই ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১০১টি নমুনা পরীক্ষা করা হয়। এঁদের মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।
এ ছাড়া এর আগের ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আব্দুর রউফ (৫০) নামে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি জেলার ত্রিশালের বাসিন্দা।