হোম > ছাপা সংস্করণ

পরীক্ষামূলক যাত্রায় ত্রুটি চলাচল নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-বরিশাল রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষামূলক যাত্রায় এমভি তাজউদ্দীন আহমদ বেশ কিছু কারিগরি সমস্যার মুখোমুখি হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধান ছাড়া এই রুটে জাহাজ চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার।

উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম-বরিশাল রুটে জাহাজ চলাচল পুনরায় চালুর জন্য গত ২ ডিসেম্বর এমভি তাজউদ্দীন ওই রুটে পরীক্ষামূলক ট্রায়াল দেয়। এতে বেশ কিছু সমস্যা পেয়েছি। এসব সমস্যার সমাধান করা ছাড়া ওই রুটে জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে না।’ তিনি জানান, যেসব সমস্যা পেয়েছেন আগামী সপ্তাহে একটি প্রতিবেদন আকারে এগুলো ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।

নাব্যতা সংকট, ডুবো চর ও যাত্রী সংকটের কারণে দশ বছর আগে বন্ধ হয়ে যাওয়ার পর চট্টগ্রাম-বরিশাল নৌপথে আবার জাহাজ চলাচল শুরু করার উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এমভি তাজউদ্দিন বরিশালের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। শুক্রবার ভোর ৫টায় বরিশাল পৌঁছায়। ওই সন্ধ্যায় আবার জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০১১ সালের ২৩ জুন বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে বিআইডব্লিউটিসির সর্বশেষ লঞ্চটি ছেড়ে যায়।

কবে নাগাদ এই রুটে নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে জানতে চাইলে গোপাল চন্দ্র মজুমদার জানান, পরীক্ষামূলক যাত্রায় পাওয়া সমস্যাগুলো আগে সমাধান করতে হবে।

কী কী সমস্যা পেয়েছেন জানতে চাইলে বলেন, দুই জায়গায় নাব্যতা সংকট আছে। এর মধ্যে একটি হলো সেলিম বাজার টেক। ড্রেজিং না করলে জাহাজ চলাচল করতে পারবে না। পরীক্ষামূলক যাত্রার সময় জোয়ার আসার পর পার হতে পেরেছি। আরও কিছু কারিগরি সমস্যা ধরা পড়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ