হোম > ছাপা সংস্করণ

সংবাদ সম্মেলনে যাত্রী নিরাপত্তার দাবি

ঝালকাঠি প্রতিনিধি

যাত্রী নিরাপত্তা ও জাতীয় নৌ নিরাপত্তা দিবসসহ ১৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘নোঙর বাংলাদেশ’ নামে নদীতে যাত্রী নিরাপত্তা বিষয়ক এক সামাজিক সংগঠন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নোঙর বাংলাদেশের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক সুমন সামস দাবি করেন, অভিযান-১০ লঞ্চের মালিক ও কর্মকর্তা–কর্মচারীর চরম অব্যবস্থাপনা ও অতিরিক্ত মুনাফার লোভে এত লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর দায়ভার নৌ–কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারেন না। এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনারও দাবি করা হয় এ সময়।

সম্মেলনে সুমন সামস দাবি করে বলেন, ‘তদন্তের প্রাথমিক পর্যায়ে এমনটাই মনে হচ্ছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে আরও ৭ দিনের মতো সময় লাগবে।’

সম্মেলনে ২৩ মে দিনটিকে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবি করা হয়। এ ছাড়া সম্মেলনে যাত্রীদের নিরাপত্তা বিষয়ে আরও ১৫টি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল– যাত্রীদের জন্য নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা, লঞ্চে রাডার, অ্যালার্মসহ অন্যান্য সুবিধা থাকা, প্রতিবার লঞ্চ ছাড়ার আগে ঠিক আছে কি না দেখে নেওয়া ইত্যাদি।

এ সময় তদন্ত কমিটির সদস্যসচিব মিহির বিশ্বাস ও সদস্য সোহাগ মহাজনসহ নোঙর বাংলাদেশের সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ