হোম > ছাপা সংস্করণ

স্কুল শিক্ষার্থীদের টিকা শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হলো। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন লুৎফর রহমান জানান, প্রথম পর্যায়ে মানিকগঞ্জ শহরের দুটি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০ জন করে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু পরে বিশেষ বিবেচনায় সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের জাহিদ মালেক উচ্চবিদ্যালয়ের ১০ জন ও সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আজ থেকে আমরা শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা কর্মসূচি শুরু করলাম। পর্যায়ক্রমে সারা দেশের ২১টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। ঢাকাতে খুব শিগগির বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু করতে চাইছি। করোনাভাইরাস থেকে শিশুদের নিরাপদ রাখতেই টিকা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ১ কোটির অধিক কিশোর বয়সী ছেলেমেয়ে আছে, যাদের আমরা টিকা দিতে পারব। পর্যায়ক্রমে এই কার্যক্রম শেষ হবে। এই মুহূর্তে আমাদের হাতে ৬০ লাখ টিকা মজুত আছে। প্রাথমিকভাবে আমরা ৩০ লাখ শিক্ষার্থীদের টিকা দেব।’ তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজে গিয়ে ছেলেমেয়েরা করোনাভাইরাসে আক্রান্ত হবে কি না, তা নিয়ে অভিভাবকেরা সব সময় চিন্তিত থাকেন। আমরা মনে করি, ফাইজারের এই টিকা নিলে ছেলেমেয়েরা স্কুল-কলেজে গিয়ে সুরক্ষিত থাকবে।’

মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোবাশ্বির রহমান রাফিকে (১৬) স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। টিকা গ্রহণের পর মোবাশ্বির রহমান জানায়, টিকা নেওয়ার আগে ভয় ছিল। কিন্তু টিকা গ্রহণ করার পর এখন সেই ভয় নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ