শিবপুরে নিজ ঘরে ছুরিকাহত শান্তি বেগম গতকাল বুধবার সন্ধ্যায় মারা গেছেন। উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া মধ্যপাড়া গ্রামে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার ভোরে তাঁকে ছুরিকাঘাত করা হয়। শান্তি বেগম ওই গ্রামের প্রয়াত ইব্রাহীমের স্ত্রী।
পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, শান্তি বেগম (৫০) মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ পড়ে নিজ ঘরে চেয়ারে বসেছিলেন। একপর্যায়ে প্রতিবেশী আমানুল্লাহ তাঁর বুকের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যান। চিৎকার শুনে পাশের কক্ষে থাকা ছেলের বউ শাহিনুর এবং প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর অবস্থায় শান্তিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বাড়ি নিয়ে এলে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শান্তি মারা যান।
খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আমানুল্লাহকে আটকের চেষ্টা চলছে।’