হোম > ছাপা সংস্করণ

ওসির ভয়ে এলাকা ছাড়া জাপা কর্মী

বরিশাল প্রতিনিধি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভয়ে নিজ এলাকায় যেতে পারছে না শফিকুল ইসলাম নামের জাতীয় পার্টির এক কর্মী। পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে নানাভাবে হয়রানি করছেন তিনি। নিরাপত্তা চেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী যুবক। গতকাল সোমবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন যুবক শফিকুল। শফিক মঠবাড়িয়ার তুসখালী গ্রামের একজন মৎস্য ব্যবসায়ী। তবে ওসি নুরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, তিনি মঠবাড়িয়ায় জাতীয় পার্টির একজন কর্মী। গত ২১ জুলাই মঠবাড়িয়া থানার উপপরিদর্শক পলাশ জানান যে ওসি তাঁকে (শফিকুল) ডেকেছে। তিনি থানায় গেলে ওসি নুরুল ইসলাম বাদল তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে তাঁকে ডাকাতি মামলায় আটক দেখানোর হুমকি দেন ওসি। পরে তিনি স্ত্রীর মাধ্যমে ৯ হাজার টাকা এনে দিলেও তাঁকে মিথ্যা মামলায় পরদিন আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনার ২০ দিন পর জামিনে বের হয়ে শফিকুল সুবিচার কামনায় বরিশাল রেঞ্জ ডিআইজি, পিরোজপুর পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ কারণে ওসি নুরুল ক্ষিপ্ত হয়ে তাঁকে হুমকি-ধমকি দেন। যুবক শফিকুল বলেন, ‘এরপর থেকেই পুলিশের ভয়ে নিজ এলাকায় যেতে পারছি না। প্রতিদিন আমার মঠবাড়িয়ার তুসখালী গ্রামের বাড়িতে পুলিশ যাচ্ছে।’

এসব অভিযোগের বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, ‘যুবক শফিকুল যে সব অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট।’ শফিক মাদকাসক্ত বলেও উল্লেখ করেন ওসি। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত আছি। বিষয়টি তদন্ত করে দেখব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ