বগুড়ার শিবগঞ্জে আয়া পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক মাদ্রাসা সুপার চার লাখ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যক্তি।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার গ্রামের কৃষক ইব্রাহীম হোসেনের মেয়ে হেলেনা খাতুনকে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলেন বিহারহাট দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন।
এ জন্য তিনি চার লাখ টাকা দাবি করেন। কিন্তু টাকা দিলেও চাকরি হয়নি হেলেনার। পরে ওই কৃষক মাদ্রাসা সুপার আফজাল হোসেনের কাছে টাকা ফেরত চান। কিন্তু বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন তিনি।
একপর্যায়ে মাদ্রাসা সুপার ওই কৃষককে টাকা দেবেন না বলে ভয়ভীতি দেখাতে থাকেন। নিরুপায় হয়ে কৃষক ইব্রাহীম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। হুমকি-ধমকির বিষয়ে গতকাল রোববার থানায় জিডি করেন।
কৃষক ইব্রাহীম হোসেন বলেন, ‘মেয়ের চাকরির জন্য সুপারকে অনেক কষ্ট করে চার লাখ টাকা দিয়েছি। তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। চাকরি দেননি, এখন টাকা ফেরত চাইতে গেলে নানাভাবে ভয়ভীতি দেখান।’
জানতে চাইলে মাদ্রাসা সুপার আফজাল হোসেন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘অচিরেই টাকা পরিশোধ করব।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযুক্ত মাদ্রাসা সুপারকে নোটিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’