ভিডিও ফুটেজ দেখে পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে শটগান ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া সেই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। ব্যক্তিটি হলেন আজগর আলী বিশ্বাস।
জানা যায়, আজগর আলী বিশ্বাস খুলনা মহানগরের হরিণটানা থানার রায়েরমহল রোডের বাসিন্দা ও বিশ্বাস প্রপার্টিজের মালিক। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত।
ছাত্রলীগের পিরোজপুর পৌরসভা কমিটির সভাপতি আসিফ ইকবালের অভিযোগ সূত্রে জানা যায়, ১১ জুলাই পিরোজপুর শহর থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আজগর বিশ্বাস। পিটিআই মোড়ে গাড়িটি ধাক্কা দেয় তাঁর মোটরসাইকেলকে। আসিফ ইকবাল নতুন বাস স্ট্যান্ডের কাছে গিয়ে গাড়িটির গতিরোধ করেন ও বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করেন চালককে। এতে ক্ষিপ্ত হয়ে ওই চালক একটি শটগান বের করে তাঁর বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।
পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজসহ পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন আসিফ।
ওসি আ জ মো. মাসুদুজ্জামান বলেন, একটি অভিযোগ দিয়েছেন ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল।
আসিফ ইকবাল বলেন, ‘আজগর আলী বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানাচ্ছি। আমি দল থেকে তাঁর বহিষ্কারের দাবি জানাব।’
আজগর বিশ্বাস বলেন, ‘পরিবার নিয়ে গাড়ি চালিয়ে খুলনা ফিরছিলাম। এ সময় চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক আমার গতি রোধ করেন। আত্মরক্ষার্থে সঙ্গে থাকা অস্ত্র বের করে লোড করি। কারও বুকে ঠেকানোর অভিযোগ মিথ্যা।’