হোম > ছাপা সংস্করণ

একটি সেতু ঘিরে স্বপ্ন হাজারো মানুষের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আসাদ আলী কারি সড়ক সেতু। দৈর্ঘ্য মাত্র ৮১ মিটার। ইছাখালী খালের ওপর নির্মিত সেতুটি চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের হাজারো মানুষের ভোগান্তি কমিয়েছে। সেতু ঘিরে স্থানীয় বাসিন্দারা দেখছেন নানা স্বপ্ন। সৃষ্টি হয়েছে যোগাযোগের নতুন দিগন্ত।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ পায় আসাদ আলী কারি সড়ক সেতু। জনগণের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয় চলতি মাসে। এরপর সেতুর সঙ্গে যুক্ত হয়েছে মিরসরাইয়ের তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এতে স্থানীয় বাসিন্দারা বেশ খুশি।

মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘সেতু নির্মাণ হওয়ায় আমাদের গ্রামের মানুষ বেশ উপকৃত হচ্ছে। এত দিন একটি সেতুর জন্য পার্শ্ববর্তী গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।’

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, ‘ইছাখালী খালের ওপর সেতু নির্মাণ হওয়ায় আমার ইউনিয়নের আবুরহাট-পূর্ব ইছাখালী, কাটাছড়া ইউনিয়নের বৃহত্তর বাড়িয়াখালী ১০ নম্বর ইউনিয়নের রহমতাবাদ গ্রামের যোগাযোগ নতুন যুগে প্রবেশ করবে। আর এটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে।’

মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি টাকা ব্যয়ে জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে উপজেলার তিনটি ইউনিয়নের হাজারো মানুষ উপকৃত হবে। এ ছাড়া সেতুর সঙ্গে যুক্ত আসাদ আলী কারি সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সঙ্গে সরাসরি যুক্ত হবে। এতে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ