আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় রাজবাড়ীর নয়জন, বালিয়াকান্দির পাঁচ, গোপালগঞ্জের চার ও বাগেরহাটের ফকিরহাটের পাঁচজন নারীকে এই সম্মাননা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলার পাঁচজন ও সদর উপজেলা এলাকার চারজন নারীকে সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ীর সম্মাননা প্রাপ্তরা হলেন, লিপি খাতুন, মালেকা পারভীন, মঞ্জুয়ারা সোহেলি, তাসমিয়া বিশ্বাস ও তাসলিমা খাতুন। সদর উপজেলার চার জয়িতা হলেন, সালমা সুলতানা, মরিয়ম খাতুন, আতিকা বেগম ও ফারজানা আলম।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন, খোদেজা বেগম, অর্চনা রানী রায়, মতি বেগম, ফরহাদ মঞ্জুয়ারা সোহেলী রহমান এবং পারভীন খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়।
গোপালগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা চারজন জয়িতাকে সম্মাননা দেন। তাঁরা হলেন, লাবনী আক্তার, নির্মলা বিশ্বাস, মনিকা রানী বোস ও দিপালী বাড়ৈ।
বাগেরহাটের ফকিরহাটে পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন, কৃষ্ণা দাস, সোনিয়া আক্তার কারিমা, বাসন্তী ঢালী, মুর্শিদা আক্তার ও শ্রীমতি মহাদেবী মালী।