মিয়ানমারের ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধী একটি প্রতিবাদ মিছিলে নিরাপত্তাবাহিনীর গাড়িচাপায় ৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ ঘটনার সময় ১৫ আন্দোলনকারীকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় মরদেহ এবং হতাহতদের দেহ রাস্তায় পড়ে আছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ছায়া সরকার। তবে জান্তা সরকারের এক মুখপাত্রের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি। গতকাল বিকেলেও ইয়াঙ্গুনে ফের আন্দোলন দেখা গেছে।
ফেব্রুয়ারির প্রথম দিকে অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত মিয়ানমার। এ পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মারা যাওয়ার পরও প্রতিবাদ থামছেই না। কারাগারে বন্দী জীবনযাপন করছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।