হোম > ছাপা সংস্করণ

পাউবোর জমি দখলের হিড়িক

বরগুনা প্রতিনিধি

বরগুনা পৌর শহরসংলগ্ন ক্রোক বিসিক শিল্পনগরী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) জমি দখলের অভিযোগ উঠেছে। এমনকি বিসিক শিল্পনগরী এলাকায় মসজিদের জন্য সংরক্ষিত জমি দখল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের কর্তৃপক্ষ বলছে, জমি কাউকেই বন্দোবস্ত দেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা পৌর শহরসংলগ্ন ক্রোক এলাকায় ১০ একর জমিতে ২০২১ সালের ডিসেম্বর মাসে বিসিক শিল্পনগরীর স্থাপনের কাজ শেষ হয়। শিল্পনগরীর উত্তর দিকে নিরাপত্তা দেয়ালের পর বরগুনা বড়ইতলা সড়কের দক্ষিণ পাশ পর্যন্ত প্রায় ১০ ফুট ফাঁকা রাখা হয়। সড়কের পাশ ধরে বিসিকের দেয়াল ঘেঁষে পূর্ব-পশ্চিমে প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ জায়গা ফাঁকা রাখা হয়েছিল।

বিসিক শিল্পনগরী এলাকার বাসিন্দারা জানান, সড়ক ও বিসিকের দেয়ালের মাঝখানের ফাঁকা জায়গা ধীরে ধীরে দখল করে নিয়েছে দখলদাররা। সেখানে ছোট ছোট কাঠের ঘর তৈরি করে দখল করা হয়েছে। এ ছাড়া কাঠ বিক্রির জন্য ওই জমি ব্যবহার করছে স্থানীয় কয়েকজন কাঠ ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা রাজু পঞ্চায়েত বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে ৩ থেকে ৪ জন ব্যক্তি এসে সেখানে প্রায় ৩০ ফুট এলাকা টিনের বেড়া দিয়ে দখল করে নেন। এ সময় তাঁদের পরিচয় জানতে চাইলে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, এসব জমি আমরা পাউবো থেকে বন্দোবস্ত নিয়েছি।’

কোরক বিসিক শিল্পনগরী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে সাংবাদিক পরিচয় কয়েকজন ব্যক্তি এসে পানি উন্নয়ন বোর্ডের ওই ফাঁকা জমি টিনের বেড়া দিয়ে দখল শুরু করেন। এ সময় তাঁদের কাছে জানতে চাইলে একজন বলেন, ‘আমরা সাংবাদিক, এই জমি পাউবো থেকে লিজ নিয়েছি আমরা। পাউবোর জমি পরিমাপক আমাদের এ জমি বুঝিয়ে সীমানা দিয়ে দিয়েছেন।’ কালাম বলেন, বিসিকের কাজের আগে ওই জমিতে আমাদের মাদ্রাসা ছিল। কাজ শেষ হওয়ার পর আমরা মাদ্রাসা ও মসজিদের জন্য জমি বন্দোবস্ত পেতে পাউবো কার্যালয়ে আবেদনও করেছি। কিন্তু সেই জমি অন্যদের দখলে নিতে দেখে সন্ধ্যার পরে পাউবো কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী কাইছার আলমের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, জমি কাউকে বন্দোবস্ত দেওয়ার সুযোগ নেই। কারণ, বন্দোবস্ত দেওয়া সরকার বন্ধ রেখেছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী কাইছার আলম বলেন, ‘ইন্ডিপেনডেন্ট টিভির বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন ফসল পাউবোতে বন্দোবস্তের জন্য আবেদন করেছিলেন। তাঁকে জমি বন্দোবস্ত দেওয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ওই জমিতে টিনের বেড়া দিয়েছেন তিনি। আমি সার্ভেয়ার ও এসওকে পাঠিয়ে খোঁজ নিয়েছি। জমি দখলমুক্ত করা হবে।’

এ বিষয়ে আরিফ হোসেন ফসলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জমি অস্থায়ী বন্দোবস্ত নিয়েছি। ঢাকা থেকে এটা আমি বন্দোবস্ত করিয়েছি।’

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পাউবোকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ