হোম > ছাপা সংস্করণ

আগৈলঝাড়ায় শনাক্তের হার ৭১ শতাংশ

আগৈলঝাড়া প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় একদিনে ১৪ জনের নমুনা সংগ্রহ করা হলে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ উপজেলায় এখন পর্যন্ত নতুন করে মোট ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাবেক সাংসদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রয়েছেন। ১৪ জন হোম আইসোলেশনে থাকলেও দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, গতকাল মঙ্গলবার হাসপাতালের ল্যাবে র‍্যাপিড টেস্টের মাধ্যমে এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ১৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় একদিনে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৭১ শতাংশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত একদিনে ১০ জন আক্রান্তদের মধ্যে রয়েছেন সুজনকাঠি গ্রামের আব্দুর রহমান, একই গ্রামের রফিক বেপারী, নাঠৈ গ্রামের সৈয়দ আব্দুর রব, একই গ্রামের ছাব্বির, লিয়া মনি, নগরবাড়ি গ্রামের আসাদুজ্জামান, বাগধা গ্রামের হাবিবুল্লাহ, আগৈলঝাড়া ব্র্যাক অফিসের স্টাফ রায়হান, আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ অফিসের আরিফুল ইসলাম ও গৌরনদী পৌর মেয়রের গাড়ির চালক লিটন।

এর আগে বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা মনিকা হালদারসহ ৬ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, আক্রান্তরা সবাই জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে করোনার নমুনা দেন। কোনো রকম উপসর্গ বা জ্বর হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা পরীক্ষা করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পরীক্ষায় পজিটিভ হলেও তাদের চিকিৎসা হবে এবং অন্যদের সুরক্ষিত থাকবেন। পরীক্ষা না করলে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যরা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ