যশোরের ঝিকরগাছায় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে এক ইজিবাইক চালককে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন উপজেলার কলাগাছি গ্রামের ভুক্তভোগী আক্তার চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন কলাগাছি গ্রামের মিজু, জিয়া, মোক্তার, সুজন, মনছের, সোহেল ও আলম।
অভিযোগে আক্তার চৌধুরী উল্লেখ করেন, ইজিবাইকের ব্যাটারি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তাঁর বড় ভাই আবু বক্কর সিদ্দিকের বাগ্বিতণ্ডা হয়। পরে অভিযুক্তেরা অস্ত্রশস্ত্র নিয়ে সোমবার বিকেল ৪টার দিকে তাঁদের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা তাঁর স্ত্রী আসমা খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এ সময় তাঁর ভাই আবু বক্কর, ভাতিজি মোছা. ঝুমুর ও মা মোছা. আলেয়াকে মারধরও করা হয়। পরে আবু বক্করকে তাঁরা জোরপূর্বক উঠিয়ে একই গ্রামের সরদারপাড়া নামক জায়গায় নিয়ে যান। পরে ঘটনা জানা-জানি হলে পুলিশ গিয়ে আবু বক্করকে উদ্ধার করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ আবু বক্করকে উদ্ধার করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’