হোম > ছাপা সংস্করণ

কাউন্সিলর পেটানো সেই যুবলীগ নেতা কারাগারে

মোহনপুর প্রতিনিধি

মোহনপুরের কেশরহাট পৌর কাউন্সিলর সাবের আলীকে পিটিয়ে জখমের মামলার প্রধান আসামি যুবলীগ নেতা সোহেল রানাকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন কেশরহাট বাজারের ট্রাক সমিতির ভবন লাগোয়া ৮ শতাংশ জমি কিনে ব্যবসা করে আসছিলেন কাউন্সিলর সালের আলী। ওই জমির মধ্যে ফাঁকা পড়ে থাকা কিছু অংশ দখলের চেষ্টা করছিলেন পৌর যুবলীগের নেতা সোহেল রানা। তিনি ১৫ বছর পরের একটি দলিল দেখিয়ে মালিকানা দাবি করছিলেন। এরই জেরে ২১ মে সাবের আলীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

সুস্থ হওয়ার পর সাবের আলী আদালতে সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। আদালত শুনানি শেষে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দেন। মামলাটি এজাহারভুক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কেশরহাট থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

পৌর কাউন্সিলর সাবের আলী বলেন, ‘ওই জমি আমি ১৫ বছর আগে মূল মালিকের কাছ থেকে কিনে ভোগদখল করে আসছিলাম। সোহেল রানা ওই জমির ১৫ বছর পরের একটি দলিল দেখিয়ে দখলের চেষ্টা করছে।’

এ বিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, আসামি সোহেল রানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ