মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা ও আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ।
গতকাল বুধবার বিকেলে জেলা উদীচী সংসদের কার্যালয়ের সামনে থেকে লাল-সবুজের জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকার মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এ সময় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসুন মন্ডলসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।