কক্সবাজারের টেকনাফে শিবির থেকে তালিকাভুক্ত রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ সূরত আলমকে (২৮) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা শিবির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সূরত আলমকে গ্রেপ্তার করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরসার একজন দক্ষ সংগঠক।
এদিকে একই দিনে ২২ নম্বর রোহিঙ্গা শিবির থেকে অপহৃত মো. আব্দুল্লাহ (২৪) ও ২৪ নম্বর লেদা শিবির থেকে মো. একরামকে (২২) উদ্ধার করেছে এপিবিএনের সদস্যরা। তবে কাউকে গ্রেপ্তার করতে পারিনি তাঁরা। গত সোমবার দুর্বৃত্তরা তাঁদের অপহরণ করেছিল।