আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার দীপাবলি উৎসবে আতশবাজি ফাটিয়েছে ভারতের দিল্লিবাসী। পরদিনই ধোঁয়ায় ছেয়ে যাওয়া একটি সকাল দেখল তারা। গতকাল দিল্লিতে রেকর্ড বায়ুদূষণ হয়েছে বলে এক সূচকে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বায়ুমান সূচক (একিউআই) ছিল ৪৬৩। চলতি বছর এটিই সর্বোচ্চ দূষণ। আর একটু হলেই সর্বোচ্চ সীমা ৫০০ অতিক্রম করত দিল্লি।
দীপাবলি ছাড়াও প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের জমির ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলা এ দূষণের আরেকটি কারণ হিসেবে মনে করা হচ্ছে। গতকাল দিল্লির বাতাসে গড়ে ৭০৬ মাইক্রোগ্রাম বায়ুবাহিত ‘পিএম ২.৫’ ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, গড়ে এ পরিমাণ পাঁচের বেশি হলেই অনিরাপদ। বাড়তে পারে ফুসফুস ক্যানসারের মতো শ্বাস-প্রশ্বাসজনিত জটিল সব রোগ।