হোম > ছাপা সংস্করণ

আরজ আলী মাতুব্বরের দর্শন এখন খুব প্রয়োজন

বরিশাল প্রতিনিধি

মুক্তমনা, স্বশিক্ষিত ও প্রথাবিরোধী লেখক ও দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১২১তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিকল ছিঁড়ে এসো গণমানুষের ভিড়ে’ এই প্রতিপাদ্যে গতকাল শুক্রবার নগরীর খেয়ালি গ্রুপ থিয়েটার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল গণনাট্য সংস্থা।

স্মরণসভায় বক্তারা বলেন, অনেক বছর আগে আরজ আলী মাতুব্বর সাম্যবাদী শোষণমুক্ত অসাম্প্রদায়িক কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলে গিয়েছিলেন। বর্তমানে দেশে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে। করপোরেট পুঁজিবাজারীরা আজ ধনী-গরিবের মধ্যে পাহাড় সমান শোষণ, জুলুম, ঘুষ, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। তাই এখন আরজ আলী মাতুব্বরের দর্শন খুব বেশি প্রয়োজন হয়ে উঠেছে। তাঁর দর্শন যদি ধারণ করতে পারি, তাহলে অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে স্মরণসভার আলোচনায় অংশ নেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, সংস্কৃতিজন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল, অধ্যাপক মাহবুবুল আলম সেলিম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, হারুন অর রশিদ, উপাধ্যক্ষ হারুন অর রশিদ, গণফোরাম নেতা অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ