র্যাঙ্কিংয়ে এশিয়ান দলগুলোর মধ্যে সবার ওপরে ভারত। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির শুরুতে সেই আটবারের অলিম্পিকে সোনা আর একবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে শতভাগ দিতে চায় বাংলাদেশ।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ভারত ম্যাচ দিয়ে তিন বছর বিরতির পর আন্তর্জাতিক খেলায় ফিরছে বাংলাদেশ। কঠিন বাস্তবতা মেনে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম দুর্দান্ত কিছু করার প্রতিশ্রুতি দিতে পারলেন না ম্যাচের আগের দিন, ‘২-১ কিংবা ৩-১ গোলে হারলেও ভালো ফল হবে। যদি বলি যে তাদের বিপক্ষে জিতব কিংবা ড্র করব, ঠিক হবে না।’
বাংলাদেশ কোচ ইমান গোবিনাত্থান কৃষ্ণমূর্তিরও আশা বেশি নয়, ‘৪০ মাস আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। আমাদের কাছে আর কী প্রত্যাশা থাকতে পারে? একটা কথা দিতে পারি যে ছেলেরা শতভাগ দিয়ে মাঠে খেলবে।’