গোপালগঞ্জে মেধা ও যোগ্যতায় মাত্র ১০০ টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২৪ তরুণ-তরুণী। গত শক্রবার রাত সাড়ে ১০টায় পুলিশ লাইনসের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে শারীরিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২৪ জনের ফলাফল ঘোষণা করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হায়াতুল ইসলাম খাঁন (ডিসি-ডিএমপি) প্রমুখ। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের পাঁচটি উপজেলা থেকে ২৪টি কনস্টেবল পদের বিপরীতে ৯৬০ জন নিবন্ধন করেন। লিখিত পরীক্ষায় ১৮২ জন উত্তীর্ণ হন। এর মধ্য থেকে মৌখিক পরীক্ষায় ৫২ জন এবং চূড়ান্তভাবে ২৪ জন সুপারিশকৃত হন।