হোম > ছাপা সংস্করণ

হামলার ঘটনায় আরও ৮ জনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত আরও আট আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ঘটনায় মোট ১১ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, বেগমগঞ্জ থানার ২৯ নম্বর মামলার আসামি ইলিয়াস ও মনির হোসেন হৃদয় ৪ দিন, নূর মোহাম্মদ ২ দিন, বেলাল হোসেন সুমন ১ দিন, ২৭ নম্বর মামলার আসামি বেলাল হোসেন ৩ দিন, হুমায়ন কবির, সুজন ও কামাল হোসেনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আট আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান। গতকাল দুপুরে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে বিচারক আট আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ