নরসিংদীর বেলাবতে ট্রাক্টরের চাপায় আরিয়ান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশে এ ঘটনা ঘটে। আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে এবং বেলাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ইট বোঝাই করা একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে বেলাব থেকে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরসাইকেলে রাজারবাগ থেকে আরিয়ান ও সোহান নামের দুই বন্ধু বেলাব বাজারের দিকে যাচ্ছিল। পথে রাজারবাগ মোড়ের কাছাকাছি বেলাব রোড সেতু সংলগ্ন স্থানে আসলে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলর পেছনে থাকা আরিয়ান ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এর পর ট্রাক্টরের চালক পালিয়ে যান।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খাঁন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। চালক পালিয়ে গেলেও তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’