হোম > ছাপা সংস্করণ

কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৫

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোট উপজেলায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার মোগরা গ্রামে এ ঘটনা ঘটে।

এর মধ্যে শাহিন (৩৮), মোস্তাফিজুর রহমান (১৫), আবু শামীম (৪২) গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। নাঙ্গলকোট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ওই গ্রামের পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে মৃত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে শাহিনের ফার্নিচারের দোকান থেকে ৩ বছর আগে পৌছির গ্রামের ইরানী মালেক একটি কাঠের দরজা ক্রয় করেন। দরজাটির সমস্যা থাকায় পরিবর্তন করে দিতে বললে শাহিন ইরানী মালেককে আরেকটি নতুন কাঠের দরজা দেন। কিন্তু ইরানী মালেক শাহিনকে দরজা বাবদ কোনো টাকা দেননি। আবার আগের দরজাও ফেরত দেননি। এই নিয়ে শাহিনের সঙ্গে গত সোমবার রাতে মোবাইল ফোনে কথা-কাটাকাটি হয়। এর জেরে কিছুক্ষণ পর পৌছির গ্রামের ফরহাদ, বাপ্পী, মজিব, কামাল, আরমান, জামাল, রিদন, ইস্রাফিলসহ ১৫-২০ জন এসে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁরা শাহিনের দোকান ভাঙচুর করে ডিস্ট্রিবিউটরের ২ লাখ টাকা, শামীমের ১৭ হাজার ৩০০ টাকা, মোস্তাফিজের ১টি স্মার্টফোন নিয়ে যান বলে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ