হোম > ছাপা সংস্করণ

ভাতার জন্য ইন্টার্নদের অবস্থান কর্মসূচি আজ

টাঙ্গাইল সংবাদদাতা

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্টার্নরত চিকিৎসকদের সম্মানী ভাতা প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘ দিন টাকা না পেয়ে অনেকেই পড়েছেন আর্থিক সমস্যায়। ধার-দেনা করে চলছেন। ভাতার দাবিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ আজ সোমবার থেকে অবস্থান কর্মসূচি করবে।

বর্তমানে হাসপাতালটিতে ৪৫ জন ইন্টার্নিরত চিকিৎসক কর্মরত রয়েছেন। তারা বলেন, হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিতে রাত-দিন কাজ করতে হয়। কিন্তু আমাদের যে সামান্য কিছু টাকা সম্মানী হিসেবে দেওয়া হয় তাও বন্ধ হয়ে আছে প্রায় ছয় মাস।

ইন্টার্নরত চিকিৎসক নওশাত আহমেদ বলেন, ‘যে সম্মানী ভাতা পেতাম তা দিয়ে কোনোমতে দিন পার করতাম। এর মধ্যে প্রায় ছয় মাস ধরে সম্মানী ভাতা বন্ধ রয়েছে। বাড়ি থেকেও টাকা আনতে পারি না। কীভাবে চলি? ধারদেনা করে চলাটা খুব অসম্মানের বিষয়। কাউকে কিছু বলতেও পারছি না।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি বলেন, ‘আমাদের অনেক সহকর্মী ছয় মাস ধরে তাঁদের প্রাপ্য সম্মানী পাচ্ছেন না। এভাবে তো আমরা চলতে পারছি না। তাই আজ সোমবার থেকে অবস্থান কর্মসূচি পালন করব। এরপরও ভাতা না পেলে কর্মবিরতি পালন করতে বাধ্য হব।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, হাসপাতালে ৪৫ জন ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। কিন্তু বেশ কয়েক মাস ধরে তাঁরা ভাতা পাচ্ছেন না। আমরাও চেষ্টা করছি, কিন্তু মন্ত্রণালয় থেকে টাকা পেতে সময় লাগছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ