নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বীনার (১৯) মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল সোমবার সকালে বীনার বাবা নুরুল ইসলাম অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন। বীনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, অ্যাসিড নিক্ষেপকারীদের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। গতকাল দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নুরী, জেলা মহিলা ফোরাম সভাপতি আলেয়া বেগম, জেলা বাসদ সমন্বয়ক দেবাশীষ রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ ও নারী নিগ্রহের মতো স্পর্শকাতর ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।