সৌরভ বিশ্বাস (২০) ও সবুজ বিশ্বাস (১৭) দুই বন্ধু। দুজনই এক সঙ্গে রাজমিস্ত্রি শ্রমিক হিসাবে দিন ৫০০ টাকা হাজিরায় কাজ করে। গত রোববার বিকেলে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয় তারা। পথে মাগুরা সদরের রামনগর এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় সবুজ বিশ্বাসের।
এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী সৌরভ বিশ্বাস। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। বেলনগর থেকে রামনগর যাওয়ার পথে একটি ভ্যানগাড়িকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সবুজ বিশ্বাস।
এ সময় দ্রুতগামী একটি পরিবহন সবুজকে চাপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়।
নিহত সবুজ বিশ্বাস মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চরধুলজোড়া গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে। সৌরভ একই গ্রামের বাসিন্দা এবং ভরত বিশ্বাস ছেলে। আহত সৌরভকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজন অসিম বিশ্বাস ও স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর তার মৃত্যু খবর পায় স্বজনরা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ বিশ্বাসের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।