আপনি কি নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার কথা ভাবছেন? তবে ‘ওয়ার্ল্ড সিটিজেন ট্যালেন্ট স্কলারশিপ-২০২৩’ হতে পারে আপনার জন্য একটি অন্যতম সুযোগ। প্রতিবছর সম্ভাব্য মাস্টার্স শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডস পাঁচ হাজার ইউরোর তিনটি (এককালীন) বৃত্তি দিয়ে থাকে। বৃত্তিসংক্রান্ত কমিটি আবেদনকারী শিক্ষার্থীদের থেকে পাওয়া সবগুলো প্রবন্ধ মূল্যায়নের জন্য একটি কমিটি নিয়োগ করেছে। বিচারকেরা বৃত্তি পাওয়ার জন্য সবচেয়ে মূল্যায়নজনক প্রবন্ধ থেকে তিনজন শিক্ষার্থীকে নির্বাচন করেন। আগামী ১৫ মের মধ্যে ই-মেইলের মাধ্যমে এই বৃত্তির ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।
সুবিধাগুলো
যোগ্যতা
ওয়ার্ল্ড সিটিজেন ট্যালেন্ট স্কলারশিপের জন্য যোগ্য হতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে। যেমন—
আবেদনের প্রক্রিয়া
ধাপ-১
অনলাইন অ্যাপ্লিকেশন টুল ব্যবহার করে আপনার পছন্দের মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করুন।
ধাপ-২
সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি নিয়ে আপনাকে একটি প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধ লেখার বিস্তারিত নির্দেশিকা পেতে এই লিংকে ভিজিট করুন-
ধাপ-৩
masters-admission@hhs.nl এ ই-মেইল অ্যাড্রেসে আপনার প্রবন্ধ জমা দিন। প্রবন্ধে আপনার নাম এবং স্টুডেন্ট নম্বর লিখুন। ই-মেইলের বিষয়ের ঘরে ডব্লিউসিটিএস ও আপনার স্টুডেন্ট নম্বর লিখুন। প্রবন্ধ জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ-২০২৩।
বিস্তারিত জানতে ক্লিক করুন-
choice/scholarships
অনুবাদ: জুবায়ের আহম্মেদ