ফরিদপুরের ভাঙ্গা সদর উপজেলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এবং গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই দফায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
একটি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন জানা গেছে, শুক্রবার রাতে প্রথম আগুন লাগে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসাসংলগ্ন মার্কেটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে গতকাল ভোর পাঁচটার দিকে ভাঙ্গা বাজারের মিষ্টিপট্টিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।’