হোম > ছাপা সংস্করণ

কোক স্টুডিওর নতুন গানে অর্ণব-সুনিধি 

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান ‘সন্ধ্যাতারা’ প্রকাশ পেয়েছে গতকাল সন্ধ্যায়। এতে অংশ নিয়েছেন তারকা দম্পতি শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। গানটিতে বন্দিশ ও পপ গানের ফিউশন করা হয়েছে, সঙ্গে আছে অর্ণবের নিজের করা ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক)-এর স্বাদ। বন্দিশ সাধারণত হিন্দি ও উর্দুতে লেখা হয়। এই প্রথমবারের মতো প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষায় বন্দিশ পরিবেশন করা হয়েছে।

ইমন রাগের ওপর ভিত্তি করে তৈরি ‘ম্যায় ওয়ারি ওয়ারি জানুগি’ শিরোনামের বন্দিশটিকে এ গানে বাংলায় উপস্থাপন করা হয়েছে। মূল গানটির সুর করেছিলেন ওস্তাদ বিলায়েত হুসেন খাঁ, বাংলায় রূপান্তর করেছেন দিবস কৃষ্ণ বিশ্বাস। ‘সন্ধ্যাতারা’ গানে শাস্ত্রীয় ও লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের মিশ্রণ ঘটেছে। ফিউশনটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন অদিত রহমান। আর ‘বেলা হারায়’ অংশটির সুর করেছেন অর্ণব।

অর্ণব বলেন, ‘এ গানে ঐতিহ্যবাহী সুরের সঙ্গে আধুনিক বিট আর ইলেকট্রনিক সাউন্ডস্কেপ এক জায়গায় এসে মিলেছে। এর ফলে দুই ধারার গানকেই সম্মান জানানোর মাধ্যমে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি হয়েছে। কোক স্টুডিও বাংলায় আমরা সংগীতের ক্রমপরিবর্তনশীল রূপ এবং সংগীতের বিভিন্ন ধারার মধ্যে সহযোগিতার অফুরন্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ গান তারই প্রমাণ দেয়।’

সুনিধি নায়েক বলেন, ‘এ গানে আমি বিখ্যাত বন্দিশ ম্যায় ওয়ারি ওয়ারি জানুগির বাংলা সংস্করণ পরিবেশন করেছি। শাস্ত্রীয় সংগীতের একজন শিল্পী হিসেবে, এমন একটা গান নিয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ