হোম > ছাপা সংস্করণ

ইউপি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‍্যাব–৮ এর কমান্ডিং অফিসার জামিল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। সভার সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরেন। ইউপি নির্বাচনে প্রার্থীরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য প্রশাসনের সহায়তা চান। প্রশাসনের কর্মকর্তারা তাঁদের অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহারের আশ্বাস দেন।

উল্লেখ্য আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক, দুর্গাপুর ও শংকরপাশা ইউপিতে, নাজিরপুর উপজেলার দীর্ঘা, শাখারীকাঠী ও শ্রীরামকাঠী ইউপিতে এবং ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও ইন্দুরকানী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ