হোম > ছাপা সংস্করণ

টেকনাফে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে গত রোববার দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে বাদী হয়ে মামলাটি করেন অরণ্য বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি যতিন চাকমা।

গত রোববার সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকাল দলীয় নেতা–কর্মীসহ বিভিন্ন সংগঠনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

টেকনাফ থানা–পুলিশ জানায়, ‘গতকাল সকালে অরণ্য বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি যতিন চাকমা বাদী হয়ে কায়সারকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমলা তদন্ত করে ব্যবস্থা নেব।’

গত রোববার সংঘর্ষের পর অন্তর চাকমাসহ কয়েকজন দাবি করেন, গত রোববার সকালে তোফাইল আহমদসহ কয়েকজন যুবক বৌদ্ধ মন্দিরে মেয়েদের উত্ত্যক্ত করতে আসেন। তাঁদের বাধা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিকেলে কায়সার ও তাঁর ভাই তোফাইলের নেতৃত্বে কয়েকজন এসে বৌদ্ধ মন্দিরে হামলা চালান।

হামলার কথা অস্বীকার করেন তোফাইল আহমেদ। তিনি বলেন, সকালে দৈংগ্যাকাটা থেকে বাড়িতে ফেরার পথে কয়েকজন চাকমা মদ্যপ অবস্থায় তাঁদের গতিরোধ করে শরীর তল্লাশি করে। এতে বাধা দেওয়ায় হাতাহাতি হয়। বিকেলে বিষয়টি নিষ্পত্তি করতে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সঙ্গে বৌদ্ধ মন্দিরের কোনো সম্পর্ক নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ