হোম > ছাপা সংস্করণ

অসুস্থ ব্যক্তির নামাজের বিধান

আবদুল আযীয কাসেমি

আল্লাহ তাআলা বান্দার কাঁধে সাধ্যের বাইরের কোনো বোঝা চাপিয়ে দেন না। বিষয়টি সরাসরি কোরআন-সুন্নাহ থেকে প্রমাণিত। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা: ২৮৬) মহানবী (সা.) সাহাবি ইমরান বিন হুসাইনকে বলেছিলেন, ‘তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। দাঁড়িয়ে না পারলে বসে আদায় করো। বসে না পারলে পার্শ্বদেশে ভর দিয়ে শুয়ে ইশারা করে নামাজ আদায় করো।’ (আবু দাউদ)

নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় অসুস্থ অবস্থায়ও তা আদায় করতে হয়। সুতরাং যার পক্ষে যে ফরজগুলো পূর্ণ আদায় করা সম্ভব হবে না, সে যতটুকু আদায় করতে সক্ষম, ততটুকু আদায় করবে। যে প্রচণ্ড ব্যথার কারণে দাঁড়াতে পারে না অথবা দাঁড়ালে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিংবা নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা জাগে, তবে সে বসেই রুকু-সিজদা দিয়ে নামাজ আদায় করবে। কেউ যদি বসে নামাজ আদায় করতে পারে, তবে রুকু-সিজদা ঠিকমতো দিতে পারে না, সে ইশারায় রুকু-সিজদা আদায় করবে। ইশারার রুকু-সিজদা করার সময় সিজদার জন্য রুকু থেকে অধিক পরিমাণ মাথা নোয়াতে হবে। তা না হলে নামাজ হবে না। আর কোনো কিছু উঠিয়ে কপালে ঠেকিয়ে সিজদা করলে সিজদা আদায় হবে না।

বসে নামাজ আদায় করতে অক্ষম হলে, সে উভয় পা কেবলামুখী করে খাঁড়া করে রাখবে। নিজে বালিশের সঙ্গে হেলান দিয়ে শুয়ে চেহারা কেবলামুখী রাখার চেষ্টা করবে।

রুকু-সিজদা ইশারার মাধ্যমে আদায় করবে। যদি এ নিয়মে নামাজ আদায় করতে না পারে, তাহলে চিত হয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করতে পারবে। তবে মনে রাখতে হবে, ইশারা মাথা দিয়ে করতে হবে। চোখ বা ভ্রু দিয়ে ইশারা করলে রুকু-সিজদা আদায় হবে না।

যদি এক দিন এক রাত মাথা দিয়ে ইশারা করতে না পারে, তবে সে এক দিন এক রাতের নামাজ পরে সক্ষম হলে আদায় করে নেবে। এমন মুমূর্ষু অবস্থা বহাল থাকলে পরের দিন থেকে নামাজ পড়তে হবে না এবং কাজাও করতে হবে না। (আল বাহরুর রায়েক, হেদায়া)

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ