সত্তর বছর বয়সের এক বৃদ্ধাকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাসস্ট্যান্ডের পাশে গত সোমবার রাতে ফেলে যান ছেলে ও ছেলের বউ। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে রাতে বৃষ্টিতে ভিজেছেন বৃদ্ধা মাজেদা বেগম। এতে জ্বরে আক্রান্ত হন। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী মো. শিপন বন্ধুদের সহযোগিতায় রাতেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা গেছে, সোমবার রাত সাড়ে বারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার বাটাজোর বাংলা লিংক টাওয়ারের কাছে এক বৃদ্ধাকে কাতরাতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পাশের বাংলালিংক টাওয়ারের গার্ড রুমে নেওয়া হয়। রাত দেড়টার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী মো. শিপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। রাত তিনটার দিকে বন্ধুদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে জ্ঞান ফেরে বৃদ্ধা মাজেদার। স্বামী নাম চাঁন মিয়া মৃধা ও ছেলের নাম শাহে আলম মৃধা, বাড়ি পটুয়াখালীর দশমিনায় বলে জানান ওই বৃদ্ধা।
মাজেদা বেগম জানান, ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে ছেলে ও ছেলের বউ তাঁকে বাসস্ট্যান্ডে রেখে যান।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বৃদ্ধা মাজেদা বেগমের চিকিৎসাসহ আশ্রয়ের ব্যবস্থা করা হবে। যারা তাঁর সঙ্গে এমন আচরণ করেছেন তাদের আইনের আওতায় আনা হবে।