হোম > ছাপা সংস্করণ

সময়টা যখন ভাবনার

সময়টা বেশ ভালো যাচ্ছে আশনা হাবিব ভাবনার। একের পর এক সিনেমায় কাজ করছেন। বছর ফুরোনোর আগেই দিলেন নতুন আরও এক সিনেমার খবর। রায়হান খানের ‘এক্সকিউজ মি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে রায়হান খানের।

‘এক্সকিউজ মি’ হবে ভাবনার পঞ্চম সিনেমা। এতে তাঁর বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে। এই সিনেমা দিয়েই প্রথমবার জুটি বাঁধছেন রোশান ও ভাবনা।

ভাবনা বললেন, ‘রায়হান খানের সঙ্গে যখন নাটকের কাজ করতাম, তখন থেকেই বলতেন, ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব। অবশেষে তাঁর প্রথম সিনেমায় কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক সম্মানের। আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেননি। আর রোশানের সঙ্গে কাজ না হলেও আমাদের জানাশোনা রয়েছে। আশা করছি ভালো একটি কাজ হবে।’

নির্মাতা ও সহশিল্পী দুজনের সঙ্গেই চিত্রনায়ক রোশানের এটি প্রথম কাজ। নির্মাতা রায়হান খান বলেন, ‘শক্তিশালী গল্পের সিনেমা “এক্সকিউজ মি”। গল্পটি সুন্দরভাবে স্ক্রিনে উপস্থাপন করতে পারলেই সার্থক।’ নির্মাতা জানিয়েছেন, গল্পের কারণেই এতে রোশান ও ভাবনাকে নেওয়া হয়েছে। নতুন বছরে প্রথমভাগেই ‘এক্সকিউজ মি’ সিনেমার শুটিং শুরু হবে।

এদিকে ভাবনা সম্প্রতি শেষ করেছেন তাঁর বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার কাজ। সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র আনজুমের ভূমিকায় দেখা যাবে ভাবনাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দামপাড়া’। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন শুদ্ধমান চৈতন।

শামসুল ইসলামের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন ভাবনা। তাঁর বিপরীতে রয়েছেন ফেরদৌস আহমেদ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ