চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী তূর্ণা নিশীথা ট্রেনের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এস কে এম জুট মিল গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সাড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী তূর্ণা নিশীথা বাড়বকুণ্ডে এস কে এম জুট মিল গেট এলাকা অতিক্রমকালে রেললাইনে আটকা পড়া একটি লরিকে ধাক্কা দেয়। এতে লরিটি দুমড়ে-মুচড়ে হয়ে দ্বিখণ্ডিত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রেন আসার আগে লরিচালক ঘটনাস্থল থেকে সরে যান। দুর্ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা পর্যন্ত উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তূর্ণা নিশীথার পর কুমিরায় আটকে পড়ে উদয়ন এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন।
এ বিষয়ে ঘটনাস্থলে রিলিফ ট্রেন নিয়ে যাওয়া লোকোমাস্টার মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার সময় তূর্ণা নিশীথা ট্রেনের গতি ছিল ৭০ কিলোমিটার। নতুন ইঞ্জিন লাগানোর পর ভোরে ট্রেনটি আবার গন্তব্যর উদ্দেশ্যে রওনা দেয়। একই সময়ে আটকা পড়া অন্য ট্রেনটিও রওনা দেয়।’