হোম > ছাপা সংস্করণ

চৌগাছায় ৫ শিশুকে কুকুরের কামড়

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছার বিভিন্ন এলাকায় কয়েকঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে আহত হয়েছে ৫ শিশু। পাশাপাশি অন্তত ১০টি গরু–ছাগলকে কামড়েছে বেওয়ারিশ কুকুরগুলো। গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব ঘটনা ঘটে। আহত শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাদের পরিবারের সদস্যরা।

কুকুরের কামড়ে আহত মারিয়ার বাবা পৌরসভার বাকপাড়া গ্রামের মামুন হোসেন বলেন, গত কিছুদিন যাবৎ পৌর এলকায় বে-ওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে গেছে। কুকুরগুলো গবাদিপশুসহ শিশুদের উপর আক্রমণ করছে। তিনি বলেন, আমার মেয়ে শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলছিল। এসময় একটি বে-ওয়ারিশ কুকুরে কামড়ে তাকে আহত করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা (এসএসিএমও) লিয়াকত হোসেন বলেন, হাসপাতালে আনার পর আমরা কুকুরে কামড়ানো রোগিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। পরে তাঁদের জলাতঙ্ক রোগের টিকা নিতে হয়। চৌগাছা পৌরসভায় ককুরে কামড়ানো রোগিদের টিকা দেয়া হয়ে থাকে। রোগিরা বাইরে ফার্মেসি থেকেও টিকা নিতে পারেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিককালে চৌগাছা পৌর এলাকায় বে-ওয়ারিশ কুকুরের আক্রমণ বেড়ে গেছে।

পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর সাইবি বেগম বলেন, কয়েকদিন আগে একটি কুকুরে আমার একটি ছাগলের বাচ্চাকে কামড়ে দেয়।

চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনার জন্য কুকুর মারা অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছেনা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ