পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় আটোয়ারী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মণ। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পুনরায় মনোজ রায় হিরুকে সভাপতি ও গনেশ চন্দ্র ঘোষ ভানুকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক বিপেন চন্দ্র রায়, সদস্য নারায়ন চন্দ্র ঝাঁ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি প্রদীপ কুমার বর্মণ প্রমুখ।