হোম > ছাপা সংস্করণ

২৮ বছর পর যুবলীগ থেকে ‘মহারাজের’ বিদায়

বরগুনা প্রতিনিধি

দীর্ঘ ২৮ বছর বরগুনা জেলা যুবলীগের নেতৃত্ব দিয়েছেন আইনজীবী কামরুল আহসান মহারাজ। গত মঙ্গলবার বরগুনা টাউন হল ময়দান থেকে আনুষ্ঠানিকভাবে যুবলীগের সভাপতির পদ ও সংগঠন থেকে বিদায় নিয়েছেন তিনি।

কামরুল আহসান মহারাজ বর্তমানে বরগুনার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মহারাজের জীবনবৃত্তান্ত থেকে জানা যায়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ১৯৮০ সালে। ১৯৯৩ সালে বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালে ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য হন। তিনি বর্তমানে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা পৌরসভার মেয়র।

বিদায়ী সম্মেলনে সভাপতির বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মহারাজ। তিনি বলেন, ‘আমি ১৪ বছর বয়সে ছাত্রলীগের স্কুল কমিটির সদস্য হই। আমি আইন পেশায় যুক্ত হলেও কোনো দিন চাকরির জন্য আবেদন করিনি। আমার ৫৫ বছর বয়সে রাজনীতির সঙ্গে যুক্ত। এরশাদবিরোধী আন্দোলনে ও বিএনপির শাসনামলে বহুবার জেল খেটেছি।’

মহারাজ বলেন, ‘আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি যুবলীগ থেকে অবসরে গেলেও আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদে আছি। আমি বাকি জীবন আওয়ামী লীগের কর্মী হয়ে কাজ করতে চাই। পৌরসভায় জনগণ ভোট দিয়ে মেয়র বানিয়েছে। জনগণের সেবাই আমার ব্রত।’

বরগুনা শহরের টাউন হল মাঠে মঙ্গলবার দুপুর ১২টায় বরগুনা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ