হোম > ছাপা সংস্করণ

আইন অমান্য করে ৮০০ গজে দুই অগভীর মোটর

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আইন অমান্য করে অগভীর মোটর স্থাপনের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে বিএডিসির কোটচাঁদপুর ইউনিটের উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া মাঠে আমার একটা অগভীর মোটর রয়েছে। নিয়ম আছে একটা অগভীর মোটর থেকে অন্য মোটরের দূরত্ব হবে ৮০০ গজ। এ ক্ষেত্রে ওই নিয়ম মানা হয়নি। উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন ৮০০ গজের মধ্যে আরেকটি মোটর স্থাপনের অনুমতি দিয়েছেন ওই গ্রামের জসিম উদ্দিন নামের এক চাষিকে। তিনি আরও বলেন, এতে করে পরিবেশের যেমন ভারসাম্য নষ্ট হবে। অন্যদিকে শত্রুতার সৃষ্টি হবে। এমনকি সংঘর্ষও বাধতে পারে। এ কারণে ওই মোটর বন্ধের জন্য কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কোটচাঁদপুর সাব-জোনাল অফিসে পৃথক অভিযোগ করা হয়েছে। এরপরও ওই মোটরের বিদ্যুৎ সংযোগসহ মোটর চালুর অনুমতি দিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এদিকে, ওই মোটর সংক্রান্ত বিষয় নিয়ে কোটচাঁদপুর থানায় পৃথক অভিযোগ করেছেন ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমার জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুতের পোল বসানো হয়েছে। এতে বেশ ক্ষতি হয়েছে।’

বিএডিসি কোটচাঁদপুর ইউনিটের উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, ‘আমি লাইসেন্স দেওয়ার মালিক না। লাইসেন্স দিয়ে সেচ কমিটির সভাপতি। আমি কাগজপত্র তৈরি করে সাবমিট করে থাকি। আর আমার ওপর পুরো ঝিনাইদহের দায়িত্ব রয়েছে। এ কারণে আমি সবকিছু দেখতে পারি না। অফিস সহায়ক আছেন, উনি তদন্ত করে রিপোর্ট দেন। আর আমি ওইগুলো স্বাক্ষর করে সেচ কমিটিতে উত্থাপন করে থাকি।’

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সেচ কমিটির সভা ছিল। সভায় তাঁকে (উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন) সবকিছু ঠিকঠাক করতে বলা হয়েছে। এরপরও অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ