আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে মনিরামপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। গতকাল সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকির সভাপতিত্বে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানী ইসরাইলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, রিটার্নিং কর্মকর্তা কৃষি অফিসার আবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, রিটার্নিং কর্মকর্তা মাসুদ হোসেন প্রমুখ।
এর আগে সকালে নেহালপুরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় হয়।